• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাত বছর পর হাজীগঞ্জের কামরুল হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করলো পিবিআই

প্রকাশ:  ০৭ জুলাই ২০২৩, ২৩:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে সাত বছর পর কামরুল হত্যা মামলার পলাতক আসামী সুজন সরদার (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৫ জুলাই) দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা।
এর আগে সোমবার (৩ জুলাই) দিনগত রাতে পুলিশ সুপারের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কবির আহাম্মদের নেতৃত্বে পিবিআই চাঁদপুরের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সুজন সরদার হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের মাতৈন সরদার বাড়ির মৃত সিরাজুল ইসলাম সরদারের ছেলে। গ্রেপ্তারের পর সুজন সরদারকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
পিবিআইয়ের দেওয়া তথ্যমতে, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে হাজীগঞ্জের ৫ নম্বর সদর ইউনিয়নের মাতৈন সরদার বাড়ির বাঁশঝাড়ের মধ্যে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় কামরুলের মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় মৃত কামরুলের ফুফাত ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সিআইডি মামলাটি তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। পরে আদালত মামলাটি পিবিআই চাঁদপুরকে তদন্ত করার নির্দেশ দেন। অবশেষে চাঁদপুর পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামীকে গ্রেপ্তার করে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

সর্বাধিক পঠিত