• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পহেলা জুলাই চাঁদপুর রোটারী ক্লাবের বিভিন্ন উদ্যোগ গ্রহণ

প্রকাশ:  ০১ জুলাই ২০২৩, ০১:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১ জুলাই নতুন রোটারী বর্ষকে স্বাগত জানাতে এবং ২০২৩-২৪ রোটারী বর্ষের থিম Create Hope in the world বাস্তবায়নে চাঁদপুর রোটারী ক্লাব বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।

ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাব সারাবছরই কোনো না কোনো প্রকল্প পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে চাঁদপুর রোটারী ক্লাব, রোটারী জেলা-৩২৮২, বাংলাদেশে অত্যন্ত গতিশীল অবস্থানে আছে। বিগত বছরের কর্ম প্রেরণাকে পাথেয় করে নতুন রোটারী বর্ষের থিম Create Hope in the world বাস্তবায়নে ২০২৩-২৪ রোটারী বর্ষে  যেসব প্রকল্প হাতে নিয়েছে সেগুলো হলো : স্কুল শিক্ষার্থীদের পোশাক বিতরণ, মাদ্রাসা শিক্ষার্থীদের পোশাক বিতরণ, স্বাবলম্বীকরণে গবাদি পশু বিতরণ, পঙ্গু/অঙ্গহানি রোগীর সহায়তা, বৃক্ষরোপন কর্মসূচী।

চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নুরুর রহমান কনফারেন্স হলে বিকেল ৪টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর রোটারী ক্লাবের অনারারী রোটাঃ কামরুল হাসান।

অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সকল রোটারিয়ানদের নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, পিএইচএফ ও সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন, আরএফএসএম।

সর্বাধিক পঠিত