• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ:  ২৫ জুন ২০২৩, ১৪:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

যথাযোগ্য মর্যাদায় মতলব উত্তরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় মতলব উত্তর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতৃবৃন্দ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস।
পরে উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী,  কবির হোসেন মাস্টার, ছেংগারচর পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আরিফ উল্লাহ সরকার, নৌকার  কাউন্সিলর প্রার্থীর মধ্যে বোরহান উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান, সদস্য ও সুলতানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী সরকার, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন প্রধান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খাজা আহাম্মদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুকবুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মাস্টার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন শ্যামল, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূঁইয়া, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ওয়ায়েছ কুরুনী, ছাত্রলীগের আহ্বায়ক শরীফ হোসেন ও ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, গীতা পাঠ করেন হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি রাধে শ্যাম চান্দু।

সর্বাধিক পঠিত