• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলায় ২১২টি কোরবানির হাট ও ৭১ হাজার গরু প্রস্তুত

প্রকাশ:  ২৫ জুন ২০২৩, ০৯:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আর চারদিন পর পবিত্র ঈদুল আজহা। এই ঈদকে ঘিরে চাঁদপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবারে চাঁদপুরের বিভিন্ন পশুর হাটে দেশের উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলা থেকে বেপারীরা কোরবানির পশু নিয়ে উপস্থিত হতে দেখা গেছে। এছাড়া স্থানীয় খামারিদের কোরবানির গরুও কম নয়। সে হিসেবে পর্যাপ্ত গরু-ছাগল আছে বলে প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে।
হাটে অনেক ভাল গরু দেখা যাচ্ছে। তবে গত বছরের চেয়ে দাম বেশ চড়া। এ নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই রয়েছে বিপাকে। সংশয় ও হতাশা কাজ করছে তাদের মধ্যে।
ব্যবসায়ীরা বলছেন, গরুর খাবারের দাম বৃদ্ধি ও লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় দামও বেড়েছে। আর ক্রেতারা এবার সংশয়ে রয়েছেন এতো চড়া দামে কোরবানির পশু কেনার সক্ষমতা নিয়ে।
এবার চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২১২টি পশুর হাট বসেছে। প্রতিটি হাটেই কোরবানির পশু বিক্রি হচ্ছে। হাটগুলোতে বড়-ছোট, মাঝারি ও ছোট আকারের প্রচুর গরু উঠলেও দাম বেশ চড়া। গরু কিনতে গিয়ে দর-দাম নিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। গত বছরের তুলনায় এবার গরুর দাম বৃদ্ধি পেয়েছে ১০ থেকে ১৫ ভাগ। তবে দেশী গরু এবার বাজারে বেশি দেখা যাচ্ছে। গরুর খাবারের দাম বৃদ্ধির পাশাপাশি লালন-পালন খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম গত বছরের তুলনায় এবার বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, দাম বেশি হওয়ায় ক্রেতারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন।
সাধারণ ক্রেতারা বলছেন, হাটে গরুর দাম বেশি হওয়ায় ঈদে কোরবানি নিয়ে সংশয়ে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন, ঈদ যতো ঘনিয়ে আসছে, দাম আরো বৃদ্ধি পাচ্ছে। এতে গরু কেনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই।
চাঁদপুর সফরমালী বাজার পরিচালনা কমিটির সভাপতি আঃ আজিজ খান দুদু বলেন, এবার ভারতীয় গরু নেই বললেই চলে, দেশীয় গরুতে বাজারগুলো ভরপুর। তিনি বলেন, বেপারীরা এবার নিশ্চিন্তে গরু নিয়ে বাজারে আসছেন। কোনো সমস্য হচ্ছে না।
চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন বলেন, জেলায় মোট ৩ হাজার ২শ’  ৪০টি খামারে ৭১ হাজার গবাদি পশু, ছাগল ১১ হাজার ও ভেড়া ৫০০ টি রয়েছে। ঈদে কোনো ধরনের সংকট থাকবে না। চাঁদপুর জেলায় এবার ২১২টি স্থানে গরুর হাট বসেছে। কোরবানির ঈদকে ঘিরে চাঁদপুর জেলায় পর্যাপ্ত গবাদি পশু রয়েছে। উদ্বৃত্ত গরু আছে ৩ হাজার। শেষ পর্যন্ত সাধারণ ক্রেতারা মনের মতো পশু কোরবানি দেয়ার জন্যে কিনে নিয়ে যেতে পারবেন--এমনটিই প্রত্যাশা এই কর্মকর্তার।

 

সর্বাধিক পঠিত