• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে ১৭৫ কর্মী

প্রকাশ:  ২৫ জুন ২০২৩, ০৯:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশনায় কোরবানির পশুর বর্জ্য ঈদের দিনেই অপসারণ করা হবে। ওইদিন দুপুর থেকে সন্ধ্যার মধ্যেই পরিচ্ছন্নতা কর্মীরা সকল পাড়া-মহল্লায় সকল বর্জ্য অপসারণ করবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়া।
পৌরসভার এসও মোঃ শাহজাহান খান জানান, চাঁদপুর পৌরসভার ১৭৫ জন পরিচ্ছন্নতাকর্মী। তারা শহরের অলিগলি, পাড়া-মহল্লায় ও সড়কের পাশে বাসাবাড়ির সামনে ফেলে রাখা কোরবানির বর্জ্য অপসারণে নামবে। এই বর্জ্য অপসারণের কাজে ৮টি ট্রাক ও পিকআপ ভ্যান ব্যবহার করা হবে। আমাদের আছে ৬টি ট্রাক। এ বিশেষ কাজের জন্যে মেয়র সাহেব আরো ২টি ভাড়া করে দিয়েছেন।
কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান দর্জি জানান, বর্জ্য অপসারণের পরই বর্জ্য ফেলে রাখা স্থানে ছিটানো হবে ব্লিচিং পাউডার। সন্ধ্যা ৭টার মধ্যে সারা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করা হবে। মেয়র সাহেব বলেছেন, ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে। আমাদের পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের বিশেষ টিম ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করতে পারবেন। এছাড়া পৌর নাগরিকরা এখন অনেকটা সচেতন হয়েছে। তাই এ বর্জ্য সঠিক সময়ের আগেই অপসারণ করতে গত বছরের মতো এ বছরও তাদের সহযোগিতা পাবো।

 

সর্বাধিক পঠিত