ইমামদের উদ্দেশ্যে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান
শুক্রবারে মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন করবেন
ফরিদগঞ্জে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (১৯ জুন) সকালে ফরিদগঞ্জ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছার সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজের ও দেশের শত্রু। এদেরকে নির্মূল করতে হবে। মসজিদের ইমামদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা প্রতি শুক্রবারে মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন করবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উপ-পরিচালক মোঃ রুহুল আমিন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওঃ আল-আমিন প্রমুখ।
সভাশেষে দেশের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।