• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

শিক্ষার্থীদের শুধু পাঠদান নয়, মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করতে হবে

প্রকাশ:  ১৫ জুন ২০২৩, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশের ৩৬ হাজার ১শ’ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালে একই মানের প্রাথমিক শিক্ষা সকল শিশুর জন্যে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সকল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও তার সাথে সম্পৃক্ত শিক্ষকদের চাকুরি জাতীয়করণ করেন। শিশুদের সমতাভিত্তিক পাঠদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করতে পারে সেজন্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু পাঠদান নয়, মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করতে হবে।
বুধবার সকালে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের সভাপ্রধানে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাছিমা আক্তার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন প্রমুখ।
একইদিন দুপুরে গোহট উত্তর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীনদের মাঝে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি তাঁর ঐচ্ছিক তহবিল থেকে ১২ পরিবারের মাঝে চেক বিতরণ করেন। বিকেলে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

 

সর্বাধিক পঠিত