• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হরিণা ফেরিঘাটে কোস্টগার্ডের অভিযান

বিষাক্ত জেলি পুশকৃত আড়াই হাজার কেজি চিংড়ি জব্দ

প্রকাশ:  ১২ জুন ২০২৩, ০৯:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-শরীয়তপুর নৌরুটের হরিণা ফেরিঘাট থেকে বিষাক্ত জেলি পুশকৃত আড়াই হাজার কেজি চিংড়ি মাছ জব্দ করেছে চাঁদপুর কোস্টগার্ড। ১১ জুন রোববার বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন আনুমানিক ভোর ৪টার সময় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার চাঁদপুর হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ২৫০০ কেজি অবৈধ জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জেলিযুক্ত চিংড়ি মাছগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

সর্বাধিক পঠিত