• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তীব্র তাপ প্রবাহে বন্ধ হলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশ:  ০৮ জুন ২০২৩, ১১:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় আজ ৮ জুন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপ প্রবাহের সতর্কবার্তা বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা যায়। উক্ত তাপ প্রবাহের সতর্ক বার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ ৮ জুন বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন এসএম জিয়াউল হায়দার হেনরী (সহকারী পরিচালক (মাধ্যমিক-২)।

সর্বাধিক পঠিত