• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে বিআরডিবির মাঠ সংগঠকের ৬ লাখ টাকা আত্মসাৎ

প্রকাশ:  ০৮ জুন ২০২৩, ১১:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) মাঠ সংগঠক মোঃ মুরাদ হোসেন কর্তৃক কৌশলে গ্রহকদের কাছ থেকে ৬ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপজেলা পল্লী উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, মতলব পৌরসভার দশপাড়া দলের ২৫ জন গ্রাহককে ৮ লাখ ৭ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। ওই ঋণের বিপরীতে আদায় করা হয় ১ লাখ ৪৭ হাজার টাকা। পর্যাপ্ত ঋণ আদায় না হওয়ায় অফিস কর্তৃপক্ষ টাকার জন্যে গ্রাহকদেরকে চাপ প্রয়োগ করলে গ্রাহকরা জানান, মাঠ সংগঠক মুরাদ হোসেন আমাদের কাছ থেকে সুকৌশকে ৬ লাখ ৭ হাজার টাকা নিয়েছেন। এ ঘটনাটি জানাজানি হলে পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ৬ জুন রাতে ২ মাসের মধ্যে গ্রহকদের টাকা ফিরিয়ে দিবে বলে মুচলেকা দেন মাঠ সংগঠক মুরাদ হোসেন।
এ বিষয়ে একাধিক গ্রাহক জানান, মুরাদ হোসেন আমাদের কাছ থেকে কৌশলে আমাদের পাস বইয়ে না তুলে টাকা নিয়ে গেছে। অফিস থোকে অন্য লোক আসায় আমরা বিষয়টি জানতে পারি। পরে গত ৬ জুন অফিসে দিয়ে আমাদের পাস বইয়ে টাকার অংক তুলে দেয় মুরাদ হোসেন এবং দুই মাসের মধ্যে টাকা ফিরিয়ে দিবে বলে জানান ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত বলেন, এ বিষয়ে গ্রাহকরা কোনো অভিযোগ করেনি। আমরা টাকা উত্তোলন করতে গেলে টাকার বিষয়টি জানাজানি হয়। পরে মুরাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি টাকা নেয়ার অভিযোগ স্বীকার করেন এবং আগামী দুই মাসের মধ্যে টাকা ফিরিয়ে দিবেন বলে জানান।

 

সর্বাধিক পঠিত