• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ছেংগারচর পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন ক্রয়

প্রকাশ:  ০৬ জুন ২০২৩, ১১:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে অংশ নিতে গতকাল ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় করেছেন ৭ প্রার্থী। তার মধ্যে দুই জন মেয়র ও ৫ জন সাধারণ কাউন্সিলর পদের প্রার্থী। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেন নি। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের।
মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থী নূরুল হক সরকার ও সাবেক মেয়র আমেনা বেগম।
সাধারণ কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে মোঃ হারিছ খান ও নূর হোসেন প্রধান, ৫নং ওয়ার্ডে মুছা আহাম্মদ জীবন, ৬নং ওয়ার্ডে মোঃ আল-আমিন এবং ৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল আগামী ১৮ জুন ছেংগারচর পৌরসভার মনোনয়ন দাখিলের শেষদিন। ১৯ জুন যাচাই-বাছাই। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ও প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ। এদিকে মনোনয়নপত্র জমা দেয়ার আগেই নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। পৌরসভা জুড়ে এখন আলোচনার বিষয় পৌর নির্বাচন।