• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৫৫টি বাল্কহেডকে ৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ:  ০১ জুন ২০২৩, ১০:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫৫টি বালুবাহী বাল্কহেড জব্দ করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার জনগণ। জব্দ করা প্রতি বাল্কহেডকে ১০ হাজার টাকা করে ৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৩০ মে মঙ্গলবার দুপুর ১টায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লহ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান, সহকারী কমিশনার এআরএম জাহিদ হাসান। উপস্থিত ছিলেন ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানসহ জনপ্রতিনিধিবৃন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান বলেন, নদীতে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫/১ ধারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অভিযোগে জরিমানা আদায় করা হয়।

 

সর্বাধিক পঠিত