• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পরীক্ষা শেষে মায়ের জানাজায় অনিক

প্রকাশ:  ২৮ মে ২০২৩, ১০:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নিয়তি কাউকে ছাড়ে না। কারো নিয়তি স্বাভাবিক, কারো নিয়তি একেবারে অস্বাভাবিক। সব কিছুতেই সৃষ্টিকর্তার নিয়মকে মানতে হয়। এসএসসি পরীক্ষার্থী অনিকের নিয়তিও একেবারে ব্যতিক্রম। যে মায়ের দোয়া নিয়ে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় অনিক, পরীক্ষার মাঝেই সেই মা তাকে রেখে দুনিয়া ছাড়েন। পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরে গর্ভধারিণী মায়ের জানাজায় অংশ নেয় অনিক। ঘটনাটি ২৭ মে শনিবারের। হতভাগ্য অনিকের পুরো নাম শফিকুল ইসলাম অনিক। সে হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত অনিকের মা আমেনা বেগম। অনিকের নানার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন মা। সকালে মামাকে ফোন করে বলে, মাকে বলবেন দোয়া করতে, আজ পদার্থ বিজ্ঞান পরীক্ষা, আমি পরীক্ষা দিতে গেলাম। এর আগেই শনিবার সকালে অনিকের মা দুনিয়া ছাড়ে। অনিকের পরীক্ষা বন্ধ হয়ে যাবে বিধায় মায়ের মৃত্যুর খরবটি চাপা রাখে মামার পরিবার। পরীক্ষার পর পর কেন্দ্রের বাইরে তারই জেঠাতো ভাই রুহুল কুদ্দস ও খালেকুজ্জামান শামীম মায়ের মৃত্যুর খবরটি সরাসরি না জানিয়ে মায়ের অবস্থা বেশি খারাপ বলে জানান। তারা অনিককে সান্ত্বনা দিয়ে মামার বাড়ি চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরে নিয়ে যান। সেখানে ঘটে হৃদয় বিদারক ঘটনা।
অনিকের মায়ের লাশ তার মামার বাড়ির উঠানে। ইতিমধ্যে মাকে গোসল করিয়ে কাফনে মুড়িয়ে দেয়া হয়েছে। অনিককে দেখানোর জন্যে মুখটা কাফনে বাঁধা বাকি ছিলো। শেষ পর্যন্ত স্কুল ড্রেস পরেই মামার বাড়িতে মায়ের প্রথম জানাজায় অংশ নেয় অনিক। বিকেলে মরহুমার হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে স্বামীর বাড়িতে ২য় জানাজা অনুষ্ঠিত হয়।
অনিকের জেঠাতো ভাই খালেকুজ্জামান শামীম জানান, অনিক জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, আমরা অনিকের মায়ের মৃত্যুতে শোকাহত।

সর্বাধিক পঠিত