১৫নং ওয়ার্ড ছাত্রলীগের বর্ধিত সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
ছাত্রলীগ আরো সুসংগঠিত হয়ে তাদের সুশৃঙ্খল কাজের মাধ্যমে এগিয়ে যাবে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে শনিবার বিকেলে ১৫নং ওয়ার্ডস্থ ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ধিত সভায় ভার্চুয়ালিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এ সময় তিনি বলেন, আমরা চাই ছাত্রলীগ আরো সুসংগঠিত হবে। তারা তাদের সুশৃঙ্খল কাজের মাধ্যমে আরো এগিয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবে। যাতে সরকারের উন্নয়নের কথা চিন্তা করে আমরা ভোটারদের উদ্বুদ্ধ করতে পারি।
তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে আমরা যার যার জায়গা থেকে কাজ করে যাবো। দেশের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরবো। সরকারের উন্নয়নমূলক কর্মযজ্ঞের কথা মানুষকে জানাবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন ও চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডঃ কবির হোসেন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না। বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশেকে রাসুল জাওয়াদ। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অপু কুমার বিশ্বাস, সাবেক সহ-সভাপতি তানজির রেজা রনি, রাসেল আখন্দ, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানি, সদস্য শাহআলম বেপারী।
১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়েত খান শুভর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিন্টু মোল্লা, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী, ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল রাফি, ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন, ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রুশদী আলম আখন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, সদস্য সুমন মিজি, পৌর ছাত্রলীগ নেতা আকাশ বেপারীসহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় ১৫নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।