বিষ্ণুপুর ইউনিয়নের ধনাগোদা নদীর ভাঙ্গনে এসএম নেয়ামুল হকের আবেদন
ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণ করুন
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন। এই ইউনিয়নের সর্ব উত্তরে মেঘনা-ধনাগোদা নদী। দেশ স্বাধীনের পর থেকেই এই ধনাগোদা নদীর ভাঙ্গনের শিকার ইউনিয়নের আড়ংবাজার, খেয়াঘাট, দামোদরদী বাজার, মৌলভীঘাট, মিয়ারবাজার, নতুনবাজারসহ সন্নিহিত অনেক এলাকা। বর্ষা কিংবা গ্রীষ্মকালে প্রায়শই ধনাগোদা নদী ভাঙ্গনের শিকার এই ইউনিয়নের ধনাগোদা নদীবেষ্টিত এলাকাগুলো। অনেক জনপ্রতিনিধি আসছেন। বিভিন্নজন বিভিন্ন রকম আশ্বাস দিচ্ছেন। কিন্তু এই নদীর ভাঙ্গন থেকে স্থায়ী সমাধান এখনও চোখে পড়েনি। বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি কয়েকবার এসে এই ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সে আলোকে প্রাথমিক ভাঙ্গন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলে সাময়িক ভাঙ্গনের হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করেছে। কিন্তু প্রতিবারের ভাঙ্গনেই আড়ংবাজার, খেয়াঘাট, দামোদরদী বাজার, মৌলভীঘাট, মিয়ারবাজার, নতুনবাজারসহ এলাকার ফসলি জমি ও মানুষের ঘর-বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু ভাঙ্গন কবলিত স্থানে ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী সমাধান হয়নি। এ বিষয়ে কথা হয় এলাকার তরুণ সমাজসেবক, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী এসএম নেয়ামুল হকের সাথে। তিনি জানান, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির কারণে কিছু সমস্যা সমাধান হয়েছে। এখন একটাই দাবি, ধনাগোদা নদীর এই অংশে স্থায়ী বাঁধ নির্মাণ। তিনি আরো বলেন, ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি। তিনি এলাকার জনপ্রতিনিধি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনির কাছে আবেদন জানান, এলাকাবাসীর সার্থে যেনো এই ইউনিয়নের আড়ংবাজার, খেয়াঘাট, দামোদরদী বাজার, মৌলভীঘাট, মিয়ারবাজার, নতুনবাজার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়।
গত কিছুদিন পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এসব এলাকা ঘুরে গেছেন। তিনি বলেছেন, এলাকার এই সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
জিডি ৫০৯/২৩