• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল শুরু

প্রকাশ:  ১৫ মে ২০২৩, ১০:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে চাঁদপুর নৌ টার্মিনালে  লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। চাঁদপুর নৌ থানা পুলিশের এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হেনেছে মিয়ানমারে। এর কেন্দ্রের একটি অংশ বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপের ওপর দিয়ে গেছে। তবে সাগর থেকে মাটিতে এসে মোখা অনেকটা দুর্বল হয়ে যায়। এ কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচলে সিদ্ধান্ত নেয় বিআইডব্লিটিএ  কর্তৃপক্ষ। শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে এবং রাত  দশটা থেকে চাঁদপুর ঘাট হতে ঘূর্ণিঝড় মোখার কারনে অভ্যন্তরীণ রুটের সকল ধরনের লঞ্চসহ নৌ যান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল।

সর্বাধিক পঠিত