• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে দরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২৩, ১৩:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তাঁর দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।
২৬ এপ্রিল বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দবাজারে শাড়ি, লুঙ্গি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের যাত্রা অব্যাহত থাকুক, এটা আমরা চাই। আমি একজন প্রতিমন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগার হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি, এ দেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্যে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর দর্শনের কোনো বিকল্প নেই। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই তাঁর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপ্রধানে ও ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ। বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য আরিফ উল্যাহ সরকার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ঢাকা পলিটেকনিক্যালের সাবেক সভাপতি ইঞ্জিঃ ইকবাল হোসেন, চাঁদপুর বারের এপিপি অ্যাডঃ জসিম উদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা খোকন প্রধান, আবদুল মজিদ খান, তাজুল ইসলাম, জাকির হোসেন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন কবিরাজ, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন মিশন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী ব্যারিস্টার জুয়েল সরকার, মেঘনা-ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি নজির আহমেদ মাস্টার, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলন চৌধুধী, প্রমুখ।

 

সর্বাধিক পঠিত