• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দাবদাহে পুড়ছে জলাশয়ের কচুরিপানাও

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৩, ১৪:২৪
প্রিন্ট

গত কদিন ধরে তীব্র দাবদাহ চলছে। কখনও কখনও এটি মধ্যপ্রাচ্যের তাপমাত্রার কাছাকাছি পৌছে যাচ্ছে। প্রচন্ড গরমে সকল শ্রেণি-পেশার মানুষের অবস্থা মারাত্মক ঝুঁকির মুখে। কোনো কোনো জেলা এই তাপমাত্রার সতর্কতামূলক মাইকিংও করা হচ্ছে। তবে থেমে মানুষের জীবন-জীবিকা। সবচে বেশি কষ্টে আছে খেটে খাওয়া দিনমজুর। এই গরমে বিরূপ তাপমাত্রায় প্রকৃতির রূক্ষতা দেশের সবত্রই বিরাজমান। কোথাও কোথাও ঘটছে অগ্নিকাণ্ড। সকল কিছুই যেনো তীব্র দাবদাহে পুড়ে যাচ্ছে। এই তীব্র দাবদাহের কারণে শহরের একমাত্র জলাশয় মিশনরোডস্থ লেক। এই লেকে পানির উপর কচুরিপানা ও টোপাপানা বিছিয়ে ছিলো পানির উপর গায়ে চাদর মোড়ানোর মতো সবুজে আচ্ছাদিত। তবে গত কদিনের তীব্র তাপমাত্রার কারণে জলাশয়ের দুইপাশে সেই সবুজ কচুরিপানা-টোপাপানা পুড়ে গেছে। যে কেউ দেখলে মনে করবে যেনো কীটনাশক বা অন্যকোনো ওষুধ ছিটিয়ে এমনটি করা হচ্ছে। আসলে প্রকৃতির বিরূপ আচরণে ও কঠিন তাপমাত্রায় পানির উপরে কচুরিপানাও পুড়ে গেছে। প্রকৃতির এই বিরূপ আচরণ থেকে রক্ষা পায়নি কচুরিপানাও। ছবি ও প্রতিবেদন : উজ্জ্বল হোসাইন।