শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি'র পক্ষে কাউন্সিলর বাবু পাটওয়ারী ঈদ উপহার
নেত্রীর নির্দেশে গরিব-দুঃখী মানুষের পাশে আওয়ামী লীগ : ডাঃ জেআর ওয়াদুদ টিপু
দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নেতা-কর্মীদের নিয়ে নিজ নির্বাচনী এলাকার গরিব-দুঃখী অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ শুক্রবার বিকালে চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন বাবু পাটওয়ারী তার এলাকার ৫০০ পরিবারের মাঝে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে ঈদ খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন।
নতুন বাজার মরহুম লুৎফুর রহমান পাটোয়ারী বাড়িতে মানবিক সহায়তার এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রীর বড় ভাই ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু। এ সময় তিনি বলেন, রোজার মাসটা দেশের মানুষের ভালো কাটে। যারা দুঃস্থ অসহায় আছেন, তারা যেন রোজার মাস ও ঈদটা ভালোভাবে পার করতে পারেন। সেজন্য আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দলের নেতা-কর্মীদের ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। নেত্রীর আহবানে সাড়া দিয়ে আমাদের আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন সেই কাজগুলো করে আসছে। চাঁদপুর- ৩ সদর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ অসহায় মানুষের জন্য রোজা ও ঈদ উপহারের ব্যবস্থা করেছেন।
আজকে আপনাদের এলাকার কাউন্সিলর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বাবু পাটোয়ারী ৫শ’ লোককে ঈদ খাদ্য সামগ্রী দিচ্ছে। ডাঃ টিপু বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের যখন যেটা প্রয়োজন সেটাই করেন। এখন রোজার সময় সামনে ঈদ মানুষের একটু সাহায্য-সহযোগিতা দরকার। সেজন্য নেত্রীর নির্দেশে আওয়ামী লীগের প্রতিটা নেতা-কর্মী-সমর্থক যারা আছেন তারা সেটাই করার চেষ্টা করছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন বাবু পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা অজয় কুমার ভৌমিক, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী,পৌর আওয়ামী লীগের সভাপতি রাধাগোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল , আওয়ামী লীগ নেতা আবু তাহের পাটওয়ারী, পৌর আওয়ামী লীগ নেতা এডভোকেট সাইফুদ্দিন বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা রহমান,মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা রাজিয়া,পৌর আওয়ামী লীগ সদস্য সঞ্জিব পোদ্দার, সাখাওয়াত হোসেন খান,শিপন চৌধুরী,
পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন পাটয়ারী, ছাত্রলীগ নেতা হাদিস উর রহমান রানা, আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম রাব্বিসহ স্থানীয় নেতৃবৃন্দ।