এবার মা ইলিশ সংরক্ষণ সফল হয়েছে : নৌ পুলিশ সুপার কামরুজ্জামান
‘এবার প্রচুর পরিমাণ জাটকা ধরা পড়ছে’ প্রসঙ্গে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার কামরুজ্জামান বলেছেন, প্রচুর পরিমাণ জাটকা ধরা পড়ছে, এটাই প্রমাণ করে এবার মা ইলিশ সংরক্ষণ সফল হয়েছে। মা ইলিশ স্বাচ্ছন্দ্যে ডিম পারতে পেরেছে বিধায় নদীতে এখন জাটকার অবাধ বিচরণ। এটা অবশ্যই আমাদের সফলতা। এখন আমাদের কাজ হবে এই জাটকাকে বাঁচানো। এখন দুই মাসের অভয়াশ্রম চলছে। এই অভয়াশ্রম চলাকালে আমাদের সমন্বিত অভিযান চলছে। জাটকা সংরক্ষণে সকলে আন্তরিক হতে হবে।
নৌ পুলিশ সুপার চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এবারের জাটকা সংরক্ষণ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের সাথে তুলনা করলে এবারের অভিযান অনেক জোরালো। গত বছর মার্চ মাসে জেলে আটক হয়েছে ২৪১ জন, আর এবার মার্চ মাসে আটক হয়েছে ৬ শতাধিক। গত বছর মার্চ মাসে মামলা হয়েছে ৪৮টি আর এবার মার্চ মাসে মামলা হয়েছে ৮৪টি। এই পরিসংখ্যানেই বলে দেয় এবার জাটকা সংরক্ষণ অভিযান কতটা জোরালো।