• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা আইনজীবী সমিতির আয়োজনে দু বিচারকের বিদায় সংবর্ধনা

প্রকাশ:  ১৩ এপ্রিল ২০২৩, ১২:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস.এম. জিয়াউর রহমানের বদলিজনিত এবং চীফ  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামসুল ইসলামের পদোন্নতিজনিত  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল। বক্তব্য রাখেন বিদায়ী জেলা ও দায়রা জজ এস. এম. জিয়াউর রহমান,  চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী ও বিদায়ী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ  শামসুল ইসলাম।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবীদের মধ্যে পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, অ্যাডঃ আব্দুল লতিফ শেখ, অ্যাডঃ আহসান হাবীব, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ শেখ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জিপি   অ্যাডঃ আব্দুর রহমান, অ্যাডঃ রুমানা আফরোজ খান কান্তা, অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।
বিদায়ী জেলা ও দায়রা জজ তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরের আইনজীবীরা অনেক ভালো মানের। আমরা আইনের বিধান অনুযায়ী আইনের গোলাম হিসেবে কাজ করেছি। কাজ করার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকবেই। আমরা বিচারক হওয়ার আগে আইনজীবী ছিলাম। আইন পেশা একটি কঠিন পেশা। তৃণমূল থেকেই আজ বিচারক হয়েছি। চাঁদপুরের মাটি অনেক উর্বর।
বিদায়ী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামছুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, এ জেলার বার ও বেঞ্চের মধ্যে অনেক সমন্বয় রয়েছে। আইন পেশা থেকে বিচারক হয়েছি। তবে এ জেলার মানুষদের মধ্যে আতিথিয়েতার ক্ষেত্রে অনেক সুনাম রয়েছে।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জজ শিপের বিচারকসহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আইনজীবীগণ।

 

সর্বাধিক পঠিত