শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আজ চাঁদপুরে আসছেন
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১১:৪০ | আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১১:৪২
প্রিন্ট
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সংক্ষিপ্ত সফরে আজ চাঁদপুর আসছেন। তিনি আজ দুপুর ১২টায় ঢাকা জাতীয় সংসদ ভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল তিনটায় তিনি চাঁদপুর সার্কিট হাউজে এসে উপস্থিত হবেন। সাড়ে তিনটায় গণি মডেল উচ্চ বিদ্যালয়ে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগণের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করবেন। বিকেল সাড়ে পাঁচটায় বাবুরহাটস্থ চাঁদপুর সরকারি শিশু পরিবারে জেলা ছাত্রলীগের উদ্যোগে শিশু পরিবারের এতিমদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন। রাত ১০টায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন। শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে প্রেরিত পত্রে মন্ত্রীর এই সফরসূচি জানানো হয়।