• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অবৈধভাবে বালু উত্তোলনে ২ জনের জেল ৩ জনের দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৩, ১০:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলা বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনের জেল এবং ৩ জনের ১ লাখ  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে রোববার ৯ এপ্রিল দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-এমরান খান।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫ ব্যক্তিকে আটক করা হয়। এদের মধ্যে গোলাম রসুল ও মিজানুর রহমান প্রত্যেককে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড  এবং বাকি তিনজনকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এ সময় মোহনপুর নৌ-পুলিশ স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-এমরান খান বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সরকারের আইন ও নিয়ম অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত