• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির মধ্যবর্তী সভা

প্রকাশ:  ৩০ মার্চ ২০২৩, ১২:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ এবং জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির মধ্যবর্তী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ বুধবার দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় সিদ্ধান্ত হয়, প্রতিদিনই নদীতে অভিযান হবে। হাইমচর এলাকায় নৌ-বাহিনীর টহল জোরদার করতে হবে। যারা মৎস্য প্রকল্পের ভাতা পায়, নদীতে নৌকা নিয়ে কারা নামে সে তথ্য দিতে হবে। আর যদি তথ্য দিতে না পারে তাহলে তাদের ভাতা বন্ধ রাখতে হবে। তিনি আরো বলেন, সব সময় দুই টা বোট যাবে। টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। বিকেলের সময়টাকে পরিবর্তন করে সন্ধ্যার টহল জোরদার করতে হবে। সভায় জানানো হয়, আটককৃত জাল প্রতিদিন আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত নৌ-পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, নৌ-বাহিনীর কমান্ডার মেহের, কোস্টগার্ডের সিনিয়র পেটি অফিসার শফিকুল ইসলাম, চাঁদপুর কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরদার।

 

সর্বাধিক পঠিত