• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে দুই ক্ষুদ্র ব্যবসায়ীর অনুকরণীয় দৃষ্টান্ত

প্রকাশ:  ২২ মার্চ ২০২৩, ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে সারাদেশে এক শ্রেণির ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাত খুঁেজ বেড়ালেও ফরিদগঞ্জের দুই জন ক্ষুদ্র ব্যবসায়ী দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ নিয়েছেন। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর বাজারের মায়ের দোয়া ফার্মেসির মালিক মোস্তফা কামাল ঘোষণা করেছেন রমজান মাসে ক্রেতার কাছে সকল ঔষধ ক্রয়মূল্যেই বিক্রি করবেন। অন্যদিকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মধ্য চরকুমিরা মহিলা মাদ্রাসা সংলগ্ন মুদি ব্যবসায়ী শাহআলম মাল ইফতার সামগ্রী মাত্র ১ টাকা লাভে বিক্রির ঘোষণা দিয়েছেন। এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রকাশের পরপর মহৎ এ উদ্যোগকে সাধুবাদ জানাতে থাকেন এলাকার ও বিভিন্ন স্থানের নেটিজেনরা।
১ টাকা লাভে ইফতার সামগ্রী বিক্রি করার বিষয়টি শাহআলম মালের দোকানে গেলে এর সত্যতা পাওয়া যায়। তিনি জানান, ১ টাকা লাভে ইফতারি সামগ্রী বিক্রি তিনি শুরু করেছেন। দোকানের সামনে ফেস্টুন ঝুলিয়ে দিয়েছেন। এর ধারাবাহিকতা থাকবে রমজানের শেষদিন পর্যন্ত। তিনি আরও জানালেন, আগের চাইতে বেচাবিক্রি বেড়েছে। এলাকার মানুষজন ছাড়াও দেশ-বিদেশের অন্যান্য ক্রেতারা পণ্য অর্ডার করছেন। তিনি সওয়াবের উদ্দেশ্যে এটি করছেন বলে জানিয়েছেন।
এদিকে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অফিস এসিস্ট্যান্ট বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের মায়ের দোয়া ফার্মেসির গোলাম মোস্তফা জানিয়েছেন, তিনিও রমজানের প্রথমদিন থেকে চাঁদরাত পর্যন্ত ক্রয়মূল্যে সকল প্রকার ঔষধ বিক্রি করবেন।

 

সর্বাধিক পঠিত