• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ইইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ অ্যাডঃ বদরুল আলম চৌধুরী

প্রকাশ:  ২২ মার্চ ২০২৩, ১২:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঢাকা ইর্ষ্টান ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হলেন ইউনিভার্সিটির ৬ষ্ঠ ব্যাচের ছাত্র ও চাঁদপুর জেলা জজ আদালতের অ্যাডঃ বদরুল আলম চৌধুরী।
২১ শে মার্চ ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডঃ মাকসুদুল হাসান সবুজ ও সদস্য সচিব অ্যাডঃ এইচএম মাসুম সাক্ষরিত ৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
নবাগত কমিটির সভাপতি হলেন ইউনিভার্সিটির ১ম ব্যাচের ছাত্র অ্যাডঃ রবিউল আলম রবিন ও সাধারণ সম্পাদক ৩য় ব্যাচের ছাত্র অ্যাডঃ মোঃ আবুল কাশেম।  
উল্লেখ্য, অ্যাডঃ বদরুল আলম চৌধুরী ইস্টার্ন ইউনিভার্সিটির ল’ইলার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে রয়েছেন। নবাগত কমিটির কোষাদক্ষ্য মনোনীত হওয়ার পর তাকে সুপ্রীম কোর্ট, ঢাকা জজ কোট সহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা অভিনন্দন জানান। অ্যাডঃ বদরুল আলম চৌধুরী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।