দুদিনের সফরে চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ১৬-১৭ মার্চ দুইদিনের সফরে চাঁদপুর আসছেন। ১৬ মার্চ সকাল ৭টা তিনি ঢাকার হেয়ার রোডস্থ বাসভবন থেকে কুমিল্লার মুরাদ নগরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে সকাল ১০টায় বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর ১২টায় সেখান হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হবেন। এরপর বিকেল ৪টায় চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। সন্ধ্যা ৬টায় চাঁদপুরস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে চাঁদপুর-হাইমচর সংসদীয় আসনের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও সহযোগী অঙ্গ-সংগঠনসমূহের সভাপতি-সম্পাদকদের নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা করবেন।
১৭ মার্চ সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালিতে অংশ নেবেন। সকাল ৮টা ১৫ মিনিটে চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল সাড়ে ৮টায় চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদান করবেন। সকাল ৯টায় চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের পিতার কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের বাশগাড়ি বন্ধুকশী বাজারে পথসভা। বেলা ২টায় রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদ মাঠে উঠোন বৈঠকে যোগদান করবেন। বেলা ৩টায় পুরানবাজার লোহারপুলের সামনে শান্তি সমাবেশে যোগদান করে ওইদিন বিকেল ৫টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।