• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সামাজিক সংগঠনগুলো চিকিৎসাসেবার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে আশার আলো দেখাচ্ছে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ১১ মার্চ ২০২৩, ১৩:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের উদ্যাগে এবং ফরিদগঞ্জ উপজেলার রস্তমপুর সমাজকল্যাণ ক্লাবের সহযোগিতায় ফরিদগঞ্জে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রস্তমপুরে আয়োজিত এই ক্যাম্পে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট মাকসুদুর রহমানের সভাপ্রধানে মেডিকেল ক্যাম্পে ঔষধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, সরকারের পাশাপাশি রোটারী ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসায় আমাদের গ্রামাঞ্চলের মানুষগুলো বাড়ির কাছেই কিছুটা হলেও চিকিৎসা সেবা পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে নানামুখি কাজ করছে। করোনাকালে সারাবিশ^ যখন হিমশিম খাচ্ছিল, তখন আমরা চিকিৎসা সেবা, করোনা টিকা সংগ্রহসহ নানাভাবে পৃথিবীর অনেক ধনী দেশের চাইতে ভালো করেছি। আমাদের চিকিৎসকগণ নিজেদের জীবন বিপন্ন করে এদেশের মানুষের জন্যে কাজ করেছেন। আজ এখানে যেসব চিকিৎসক বিনামূল্যে সাধারণ জনগণকে চিকিৎসা সেবা দিচ্ছেন, তারা প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে খুবই ভালো অবস্থানে রয়েছেন। শুক্রবার ছুটির দিনে তারা নিজেদের ব্যক্তিগত ব্যস্ততা ফেলে রোটারী ক্লাবের আহ্বানে ফরিদগঞ্জের প্রত্যন্ত জনপদে ছুটে এসেছেন। এটাই হলো বড় মানবতা। সামাজিক সংগঠনগুলো চিকিৎসাসেবার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর চোখে আশার আলো দেখাচ্ছে।
রস্তমপুর সমাজকল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীর সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মৎস্য ও বণিক সমিতির সভাপতি ও ক্লাবের সাবেক সভাপতি আঃ বারী জমাদার মানিক, সেক্রেটারী ওমর ফারুক টিটু, সদস্য তাপস চন্দ্র কানাই, রস্তমপুর সমাজকল্যাণ ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান সোহেল।
এর আগে সকালে চাঁদপুর বিএমএর সাবেক সভাপতি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর ক্যাম্পের উদ্বোধন করেন। ক্যাম্পে চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রোটাঃ ডাঃ সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে রোটাঃ ডাঃ সুইটি, রোটাঃ ডাঃ নাফিজা এবং রোটাঃ ডাঃ ইফেতেখার আলম চিকিৎসা সেবা প্রদান করেন।

 

সর্বাধিক পঠিত