• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন

প্রকাশ:  ১১ মার্চ ২০২৩, ১২:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী পরিষদের নির্বাচন আজ ১১ মার্চ শনিবার। চাঁদপুর প্রেসক্লাবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন : সভাপতি পদে গোলাম মোস্তফা ও এমএ লতিফ, সিনিয়র সহ-সভাপতি পদে কবির হোসেন মিজি ও কেএম মাসুদ, সহ-সভাপতি পদে এসএম সোহেল ও এমএম কামাল, সাধারণ সম্পাদক পদে শাওন পাটওয়ারী ও অভিজিত রায় , সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মাজহারুল ইসলাম অনিক ও আশিক বিন রহিম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবদুর রহমান গাজী ও সাইদ হোসেন অপু, কোষাধ্যক্ষ পদে কে এম সালাউদ্দিন ও মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহরিয়ার খান কৌশিক ও মুহাম্মদ বাদশা ভূঁইয়া।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আনোয়ারুল হক, কার্যনির্বাহী সদস্য পদে চৌধুরী ইয়াসিন ইকরাম, মোহাম্মদ সাইফুল আজম ও শেখ আল মামুনের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ভোট গ্রহণের কাজ সম্পন্ন হলে প্রধান নির্বাচন কমিশনার চূড়ান্ত ফলাফলের সাথে তাদেরকে নির্বাচিত ঘোষণা করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বাদল মজুমদার, নির্বাচন কমিশনার মোঃ মাসুদ আলম ও এমআর ইসলাম বাবু।

 

সর্বাধিক পঠিত