• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের বসন্ত উৎসব

প্রকাশ:  ১১ মার্চ ২০২৩, ১২:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘সাজুক ভুবন আজ বাসন্তী সাজে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চ। গত বৃহস্পতিবার চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের উদ্যোগে প্রথমবারের মতো দিনব্যাপী উদ্যাপিত হয় বসন্ত বরণ উৎসব। রাজু ভবনের সম্মুখ প্রাঙ্গণ আল্পনা ও ফুলের সাজে সেজে উঠে। অনুষ্ঠানের শুরুতেই নাট্যমঞ্চের সদস্যরা গানের সুরে সুরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মূল আয়োজন শুরু হয় রাজু ভবনের সামনে। এ সময় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, নাট্যমঞ্চের এমন সুন্দর ও সুশৃঙ্খল বসন্ত বরণ উৎসব দেখে ভীষণ ভালো লাগছে। এমন সুন্দর আয়োজন ক্রমেই আমাদের সংস্কৃতির শ্রী বৃদ্ধি করবে। এই মনোরম সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সমাজ থেকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা দূর হবে এবং সমাজে শান্তি ফিরে আসবে। অনুষ্ঠানের মধ্যমণি ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান দীর্ঘ সময় উপস্থিত থেকে নাট্যমঞ্চের সাংস্কৃতিক উপস্থাপনা উপভোগ করেন। তিনি বলেন, তোমাদের এই নান্দনিক আয়োজন আমাকে মুগ্ধ করেছে। এমন সুন্দর আয়োজন সকল শিক্ষক-শিক্ষার্থীকে পুলকিত করবে। তোমাদের যে কোনো আয়োজনে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।
উৎসবে সহযোগী অধ্যাপক মোঃ আলমগীর বাহার, সহকারী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার ও মোঃ কামরুল হাসান উপস্থিত থেকে নাট্যমঞ্চের সুন্দর সাংস্কৃতিক আয়োজনের প্রশংসা করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ হোসাইনসহ অন্য কর্মীরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অনেক শিক্ষক-শিক্ষার্থী। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল বাপ্পি, লিও ইমরান, কাব্য কণিকা, সিয়াম খান, সৃষ্টি দেবনাথ, লিখন, চন্দ্রিমা, লরেনসহ নাট্যমঞ্চের সকল শিল্পী।

 

সর্বাধিক পঠিত