চাঁদপুর ঘোষেরহাটে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
ঘোষেরহাটে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট মিয়ারবাজার জামে মসজিদের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সড়ক এ দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন বলে জানা যায়। বুধবার ভোর প্রায় ৬টার সময় সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মহামায় থেকে ছেড়ে আসা সিএনজি চালক এমরান মিয়ার বাজার জামে মসজিদের কাছে থেমে থাকা মাঝারি আকারের ট্রাক ওভারটেক করে যাওয়ার সময় ট্রাকের পেছনে ধাক্কা লেগে বিপররীত দিক থেকে আসা কুমিল্লাগামী বোগদাদ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয় বলে জানা যায়।
নিহতরা হলেন মতলব দক্ষিন উপজেলার দক্ষিন উপাধী ধলাইতলী গ্রামের মোঃ হাবিব বেপারী (২৬), সদর উপজেলার গোবিন্দীয়া গ্রামের নেসার হাওলাদার(৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মাহবুব প্রধানীয়া (৫০)।
বোগদাদ বাস, অনটেস্ট সিএনজি এবং ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে ও এ ঘটনায় কোন ব্যক্তি আটক নাই বলে জানা যায়।