ফরিদগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন আরাফাত (২১) নামে এক যুবক নিহত ১ হয়েছে। ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে শনিবার (১৮ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করেছে থানা পুলিশ।
নিহত ইয়াছিন আরাফাত উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের দিক থেকে দ্রুতগতিতে আসা লক্ষ্মীপুরগামী একটি পিকআপভ্যান বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় স্থানীয়রা আহতবস্থায় মোটরসাইকেল চালক ইয়াছিন আরাফাতকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ইয়াছিন আরাফাতকে মৃত ঘোষণা করেন। অপরদিকে পিকআপ ভ্যানের চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে জব্দ দেখিয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার দু’টি যানবাহন উদ্ধারপূর্বক থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।