• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সৌদি আরবে আহত রেমিটেন্স যোদ্ধা হাজীগঞ্জের কাদেরের মৃত্যু

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জের রেমিটেন্স যোদ্ধা আবদুল কাদের (৩৫) সৌদি আরবে মারা গেছেন। প্রায় তিনমাস আগে তিনি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৯ ফেব্রুয়ারি রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সৌদি আরবের আবহা শহরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের পশ্চিম পাড়া আলাউদ্দিন প্রধানীয়া বাড়ির মোঃ মফিজুল ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১৬ মাস পূর্বে ধার-দেনা (ঋণ) করে সৌদিআরবের আবহা প্রদেশে পাড়ি জমান আব্দুল কাদের। তিনি সেখানে শ্রমিকের কাজ করতেন। গত তিনমাস পূর্বে তিনি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর থেকে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের ভাতিজা আবু বকর ও চাচাতো ভাই ওমর ফারুক জানান, মৃত্যুকালে আব্দুল কাদের প্রধানীয়া বাবা, মা, স্ত্রী ও তিন শিশু সন্তান রেখে গেছেন। প্রবাসে যাওয়ার সময় যে ঋণ করে গেছেন, তা এখনো পরিশোধ হয়নি। ‘এখন তিন শিশু সন্তানকে নিয়ে কী করবেন’ তার স্ত্রী এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।
এদিকে পরিবারের লোকজন ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া নিহত আব্দুল কাদের প্রধানীয়ার মরদেহ দেশে আনার বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন। এ সময় নিহতের পরিবারের প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্যে এলাকাবাসী সরকার, জনপ্রতিনিধি ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানান তিনি।

 

সর্বাধিক পঠিত