মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
মোহনবাঁশি স্মৃতি সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত ও চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী বইমেলায় গতকাল ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি অজিত দত্তের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক মাহিয়া বিনতে জাকির মাহি, সদস্য অর্পিতা দত্ত, অনিক দে, মেহেরাজ শুভ, আশ্রাফুজ্জামান, আবরাব ইসলাম আরিয়ান, রামিন, শৈবাল মজুমদার ও মুহাম্মদ আলমগীর হোসেনের সহযোগিতায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দেড় শতাধিক খুদে চিত্রশিল্পী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে শিশুরা চমৎকারভাবে কবিতা ও ছড়া আবৃত্তি করে। সন্ধ্যায় বিজয়ী ২৫ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তপন সরকার, লেখক ফরিদ হাসান, এইচএম জাকির, জাহাঙ্গির হোসেন প্রমুখ।