• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বসন্ত বরণ উৎসব

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ এবং ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অত্র কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরীসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক নূরুননাহার ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম। বসন্ত বরণ উৎসবে কলেজের প্রাক্তন ও বর্তমানসহ প্রায় ২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে।
অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ বাঙালি সংস্কৃতি লালন ও বিকাশের লক্ষ্যে প্রতি বছর বসন্ত বরণ উৎসব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর বসন্ত বরণ উৎসব আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা বসন্ত বরণ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে বাঙালি সংস্কৃতির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছে এবং ভবিষ্যতে শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও ১৪ ফেব্রুয়ারি ১ ফাল্গুন, কিন্তু এইদিন বিশ্ব ভালোবাসা দিবস হওয়ার কারণে দেশীয় সংস্কৃতির স্বাতন্ত্র্য বজায় রাখার জন্যে ২ ফাল্গুনে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়েছে।