হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক সুফল রয়েছে : জেলা প্রশাসক কামরুল হাসান
চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের উত্তর খলিশাডুলীস্থ আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। ১৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টায় এ উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষের সব রোগ নির্মূল করে। হোমিও চিকিৎসা করলে ফল পেতে একটু সময় লাগে। তবে এর অনেক সুফল রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে যেসব শিক্ষার্থী পড়াশোনা করে তারা পরীক্ষায় পাস করে বের হওয়ার পর নামের সামনে ডাক্তার উপাধি লাগাবেন। এখন যারা সাদা অ্যাপ্রোন পরে আছেন এটাও একটা গৌরবের বিষয়।
তিনি আরো বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি একেবারে হারিয়ে যেতে বসেছে। তাই আমি বলবো, এখানকার স্থানীয় যারা আছেন, বোর্ডের ও পৌরসভার এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে হবে। যাতে একদিন এই প্রতিষ্ঠানটি অনেক বড় হয়।
শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা যারা এখানে শিক্ষকতা করেন তারা খুব অল্প বেতন পান। একসময় এমন থাকবে না। তাই এখন এই প্রতিষ্ঠানে সবার আন্তরিকভাবে কাজ করতে হবে। আপনারা সবাই মিলে যদি মন থেকে কাজ করেন তাহলে এখান থেকে একদিন অনেক মানুষের কর্মসংস্থান হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আতাহার আলী। বিশেষ অতিথির বক্তব্য করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহম্মেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়ন কমিটি আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ হাওলাদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোজাম্মেল হক পাটওয়ারী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজী, বীর মুক্তিযোদ্ধা হাজী আইয়ুব আলী ঢালী, আওয়ামী লীগ নেতা ফারুক মিয়াজীসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তাসহ অন্যরা।