• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আইইবির নির্বাচনে প্রকৌঃ মোহাম্মদ হোসাইন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জের কৃতী সন্তান ও সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন আইইবির (ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিশন বাংলাদেশ) নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উক্ত নির্বাচন সম্পন্ন হয়। জানা যায়, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন  মোট ৩৭৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রকৌশলী আমিনুর রশিদ মাসুদ পেয়েছেন ৫৬৪ ভোট। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সবুর-মনজু প্যানেল হতে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বর্তমানে আইইবির ভাইস প্রেসিডেন্ট পদে আসীন রয়েছেন।  নির্বাচনে সবুর-মন্জু প্যানেলে প্রকৌশলী আব্দুস সবুর প্রেসিডেন্ট এবং মন্জুরুল হক মন্জু সাধারণ সম্পাদক নির্বাচিতসহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।
প্রকৌশলী মোহাম্মদ হোসাইন হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সন্তান। তিনি এলাকায় একজন দানবীর হিসেবে পরিচিত। দুই সন্তানের জনক মোহাম্মদ হোসাইনের স্ত্রী ট্রাস্ট ব্যাংকের সিনিয়র কর্মকর্তা।

 

সর্বাধিক পঠিত