আশিকাটিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়ে বিল্ডিং হয়েছে, সকলের পেটে ভাত রয়েছে। দেশের মানুষ এখন না খেয়ে থাকে না। চিকিৎসার জন্যে কমিউনিটি ক্লিনিকে ওষুধ পাওয়া যায়। করোনাকালীন সময়টি আমরা সফলভাবে মোকাবেলা করেছি, বিনামূল্যে করোনার টিকা প্রদান করা হয়েছে। চরাঞ্চলে সাবমেরিন ক্যাবলে মাধ্যমে বিদ্যুতায়ন করা হয়েছে। ইন্টারনেট সহজলভ্য করা হয়েছে। এসবই শেখ হাসিনার সরকারের উন্নয়ন। তিনি বলেন, সরকার এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। বাংলাদেশের মানুষ এখন মৌলিক চাহিদাগুলো ভোগ করতে পারছে। মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারই ইসলামের জন্যে কাজ করছে। ইসলাম শান্তির ধর্ম, সেখানে সহিংসতার প্রশ্রয় নেই। ইসলামের নামে জামাত এদেশে পাকিস্তানী হানাদারদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তারা এদেশের নারীদের হানাদারদের কাছে তুলে দিয়েছে। তারা ইসলামের নামে দেশের শান্তিপ্রিয় মানুষকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ধর্মকে ব্যবহার করে যারা ক্ষমতায় বসতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। ৭১’র পরাজিতরা আবার সক্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগের উন্নয়নের কথা জনসাধারণকে বলতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগ এক এবং অভিন্ন। দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে আওয়ামী লীগ সরকার কাজ করছে বিষয়টি সবাইকে জানাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের কথাগুলো মা-বোনদের বলতে হবে। বিএনপি যা করছে, এটা রাজনীতি নয়। দেশকে ধ্বংস করার রাজনীতিতে তারা মরিয়া হয়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে। গতকাল শনিবার আশিকাটি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ^াদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল মাল, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।