• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আলী সম্পাদক কবির

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৩-২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আলী শিকদার ও সাধারণ সম্পাদক পদে কবির হোসেন খান বিজয়ী হয়েছেন। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর পৌর পাঠাগারে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডঃ শাহ মোঃ আঃ কুদ্দুছ। এর আগে একইস্থানে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩টি পদের মধ্যে ৪টি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৯ পদে ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। ১৭১ জন ভোটারের মধ্যে ১৭০ জন ভোট প্রদান করে।
নির্বাচনে দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, আলহাজ্ব কাজী হুমায়ুন কবির, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ও নির্বাচন কমিশনার সোহেল রানা ও অ্যাডঃ খোরশেদ আলম।
সভাপতি পদে মোঃ আলী শিকদার (আনারস প্রতীক) ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইউনুছ খান (মোমবাতি প্রতীক) পেয়েছেন ৫১ ভোট। অপর প্রার্থী মোঃ  জাকির লস্কর (আম প্রতীক) পেয়েছেন ৪৫ ভোট।
সহ-সভাপতি পদে নজরুল ইসলাম (মোবাইল প্রতীক) ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তম ঘোষ (কলার ছড়া প্রতীক) পেয়েছেন ৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে কবির হোসেন খান (গোলাপফুল প্রতীক) ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন হাওলাদার (প্রজাপতি প্রতীক) পেয়েছেন ৮০ ভোট।
সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মোঃ নূর মোহাম্মদ কাজী (দোয়াত কলম প্রতীক) ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান (চশমা প্রতীক) পেয়েছেন ৩৩ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নাছির উদ্দীন (ক্রিকেট ব্যাট প্রতীক) ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মমিন মিয়া (ফুটবল প্রতীক) পেয়েছেন ৭৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম রতন (চেয়ার প্রতীক) ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলমগীর খান (হারিকেন প্রতীক) পেয়েছেন ৩৫ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে মোঃ সোহাগ বেপারী (দেয়ালঘড়ি প্রতীক) ১২৫ ভোট পেয়ে প্রথম, মোঃ বিল্লাল মিজি (টিয়া পাখি প্রতীক) ১১৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং আরিফুর রহমান (সিলিং ফ্যান প্রতীক) ১১৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে জয়লাভ করে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার গাজী (তালা প্রতীক) ৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
৪টি পদে একাধিক প্রার্থী না থাকায় যারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তারা হলেন : সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মাসুদ রানা, কোষাধ্যক্ষ পদে মানিক ঢালী, দপ্তর সম্পাদক পদে মোঃ ফারুক ভূঁইয়া ও প্রচার সম্পাদক পদে মোঃ ফরিদ গাজী।

 

সর্বাধিক পঠিত