• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান

দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলের অংশগ্রহণ জরুরি

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র আওতায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০২২-২৩ অর্থ বছরে অসহায় ও দুঃস্থ ১৩০টি পরিবারকে ঢেউটিন ও ৩টি পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, বর্তমান সরকার চায় প্রতিটি নাগরিক যেন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে। মহিলা অধিদপ্তরের মাধ্যমে নারীদের সেলাইসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। সেই প্রশিক্ষিত নারীরা যাতে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এছাড়া অসহায় লোকজনকে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন লোকজনকে পাকাঘর করে দিচ্ছে। করোনা মহামারী ও যুদ্ধের কারণে সারাবিশে^র অর্থনৈতিক পরিস্থিতি নাজুক। সেই ঢেউ আমাদেরও ছুঁয়েছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলের অংশগ্রহণ জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ ও মাজুদা বেগম, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
এর আগে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। পরে মুজিববর্ষের ঘর নির্মাণ পরিদর্শন করেন।

 

সর্বাধিক পঠিত