• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দুদিনের সফরে আজ চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দুদিনের সফরে আজ চাঁদপুর আসছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় হাইমচর উপজেলার ঈশানবালায় উপস্থিত হবেন। পরে সেখান থেকে সকাল ১১টায় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের ঈশানবালা কাশেমুল উলুম মাদ্রাসা মাঠে এবং বেলা ১২ টায় ৩ ও ৪ নং ওয়ার্ডের ঈশানবালা এম জে এস স্কুল মাঠে উঠোন বৈঠক করবেন। পরে বিকেল ৩টায় ৫ ও ৬নং ওয়ার্ডের চেয়ারম্যান বাজারের জনসভায় যোগদান করবেন। সন্ধ্যা ৬টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ বাসভবনে অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করবেন। পরদিন ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিতব্য সাহিত্য মেলার উদ্বোধন শেষে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

 

সর্বাধিক পঠিত