হাইমচরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি সোমবার সকালে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মী-সমর্থকরা একে একে মিছিলযোগে এসে যোগ হয়। পরে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমের নেতৃত্বে বিশাল মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাটাখালী রোডে এসে উপজেলা বিএনপির সভাপতি আমিনউল্লাহ বেপারীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর পরিচালনায় আয়োজিত সমাবেশে মিলিত হয়, যাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম। তিনি বলেন, আমরা এই আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং প্রয়োজনে শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাবো, ভোট চুরি বন্ধ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। আমরা এই ফ্যাসিবাদী সরকারকে খুব শীঘ্রই ক্ষমতা থেকে হটাবো ইনশাআল্লাহ্।
সমাবেশে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, সদস্য সচিব আবদুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান আকাশ, যুগ্ম আহ্বায়ক সোলাইমান মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল আহাম্মদ আখন, সদস্য সচিব মোঃ মিলাদ মাঝি, হাইমচর সরকারি মহাবিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক সবুজ হোসাইন, সদস্য সচিব আহসান হাবিব, উত্তর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান গাজী, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।