• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ শাখার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৩, ১০:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুস ছালাম আজাদ। পরে উপজেলা শিক্ষা অফিসার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ফরিদগঞ্জ উপজেলা কমিটির হাতে ফলাফল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্য মামুন হোসাইন, ক্রীড়া সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্য মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু, সাংগঠনিক সম্পাদক হুজ্জাত উল্যাহ, কোষাধ্যক্ষ ইব্রাহীম প্রমুখ।
গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১০৯৭ জন শিক্ষার্থীর মধ্যে সম্মিলিত মেধায় ৪৬, ট্যালেন্টপুলে ৮০, সাধারণ গ্রেডে ২০৫ জন সর্বমোট ৩৩১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের রোল নং :
সম্মিলিত মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর রোল নং : ১৮৩, ২২৫, ২৫৩, ২৮৬, ১১৬, ১৪৯, ২৭৫, ২২৩, ১৮১, ২৮৯, ২৯৪ ৬৮৪, ৬৯৩, ৬৮৩, ৬৯১, ৬৯৫, ৫১৯, ৫২৩, ৭৪৫, ৬৯৪, ৬৯৬ ৬৯৮, ৭২৮,৯৫৯, ৯৪৯, ৯৫৪, ৯৫১, ৯৬০, ৮৫৪- অ, ৯৫৭,১০২৩, ১০৭১, ১০৭২, ১০১৯, ১০২২, ১০৫৯, ১১৪৩, ১১৫৯ ১৬৭৪, ১৬৬৬, ১৬৭১, ১৬৭২, ১৬৬৭, ১৬৮২, ১৬৮০, ১৫৭৮।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীর রোল নং : ১৮৮, ২৯৩, ২৯৬, ৩১০, ১৪৮, ১৫৮, ১০৩, ১৭১, ২৪৫, ২৯১, ২৯৫, ২৪৭, ১১৮, ২১০, ২৯৭, ১৪৭, ২৩৮, ২৪৩, ২৭০, ২৯০,৫৪২, ৫৯৮, ৬৪০, ৬০০, ৭০৩, ৫৪০, ৬৯২, ৫১৭, ৫২৭, ৫৭৬, ৫৩৫, ৫৪৮,৭৩৪, ৫৪১, ৫৫৩, ৬৩৫ ৮২৫, ৮৫৩, ৯৫২, ৮৮৭, ৯০৪, ১১০, ৯৫৬, ৯৫৮, ৯৫০, ৯৮৩, ৮১৭,৮৭৮, ৮৯৩, ১০৮, ১০৭৫, ১১৪২, ১০৭৬, ১১৩৯, ১১৬৪, ১০৭৩, ১১২২, ১০২১, ১১৩৫, ১০৯৮,১১৩৬, ১১৪১, ১০৩৬, ১১৭০,১৬১০, ১৬৯৫, ১৭০৪, ১৫৭৯, ১৭১১, ১৬০২, ১৬১৯, ১৬৭৬, ১৫৮৬, ১৬৭৫, ১৬৭৯, ১৬৯৪, ১৬৭০, ১৬০৬, ১৬৬৮, ১৭১০ ।
এছাড়াও সাধারণ গ্রেডের ২০৫ জন শিক্ষার্থীদের তালিকা সকল প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

সর্বাধিক পঠিত