• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২৩, ১০:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ১৬ জানুয়ারি সোমবার দিনব্যাপী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপ্রধানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ছাইদ প্রমুখ।
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধান অতিথির পক্ষে পুরস্কার বিতরণ করেন সভাপতিসহ অন্য অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত