ব্যাংকিং জগতে এই প্রথম সোনালী ব্যাংক চাঁদপুর শাখায়
চেক এবং এটিএম কার্ড ছাড়াই টাকা উত্তোলন
সোনালী ব্যাংক লিমিটেড চাঁদপুর শাখায় স্মার্ট ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১০টায় সোনালী ব্যাংক ই-ওয়ালেট ব্যবহারের মাধ্যমে কিউআর কোড স্কেনিং করে চাঁদপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম ফারুক হাসান নিজ মোবাইল দিয়ে একাউন্ট থেকে টাকা উত্তোলন করছেন (বামে)। পাশে গ্রাহকদের উদ্দেশ্যে স্মার্ট ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখছেন ডিজিএম ফারুক হাসান। এ সময় তিনি বলেন, সোনালী ব্যাংক সবসময় গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে ব্যাংকিং সেবা আরও সহজতর করছে। যাদের ব্যাংকে একাউন্ট রয়েছে তারা এই সেবার মাধ্যমে সর্বোচ্চ ২০ হাজার টাকা উত্তোলন করতে পারবেন। উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক (এজিএম) মোঃ মানিক সরকার, প্রিন্সিপাল অফিসের এজিএম কাজী সাইদুর রহমান, এসপিও মোঃ মনির হোসেন, প্রিন্সিপাল অফিসার ও যুগ্ম জিম্মাদার (সাধারণ) এইচ.এম. আমিনুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং গ্রাহকবৃন্দ।