চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি উৎসব ॥ বর্তমান শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস
মেঘনাপাড়ের বাতিঘর বলে পরিচিত চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি উৎসব। আয়োজকদের প্রত্যাশাÑএটি চাঁদপুরবাসীর উৎসবে পরিণত হবে। ‘ঐতিহ্যের উৎকর্ষে উল্লাসের ৭৫ বছর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে আসছে পূর্তি উৎসবের মুহূর্ত। রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। এই উৎসবে কলেজের বর্তমান শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়ায় শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। তারা উৎসব কমিটির আহ্বায়ক চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ও সদস্য সচিব পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল এবং রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কলেজের বিভাগগুলোতে উৎসবের আমেজ এবং রেজিস্ট্রেশন করতে আসা বর্তমান শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
স্নাতক সম্মান রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাহপরান রেজিস্ট্রেশন করতে এসে বলল, উৎসব কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা রানিং স্টুডেন্ট, আমরা যদি ৭৫ বছরপূর্তি উৎসব মিস করি, তাহলে শতবর্ষ উৎসবে কে কোথায় থাকি বলা যায়। তাই ৭৫ বছরের এই প্রাণের উৎসব আমি মিস করতে চাই না। তাছাড়া মাতৃপীঠের শতবর্ষ উৎসব দেখেছি এবং ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব আমাদের এই প্রাণের ক্যাম্পাসে হতে দেখেছি। রানিং স্টুডেন্ট সকলকে দ্রুত রেজিস্ট্রেশন করতে অনুরোধ করবো, না হলে পরে আবার মিস করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমাদের চারুকলা বিভাগ নেই ঠিকই, কিন্তু আমাদের আছে অদম্য ইচ্ছা শক্তি। বর্তমানে অধ্যয়নরত বেশ ক’জন শিক্ষার্থী নিজেদের অর্থে কলেজ প্রবেশদ্বার সংলগ্ন মূল ভবনের ভেতরের দেয়ালে ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন রঙের আলপনা এঁকেছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ গতকাল দুপুর ২টায় আলপনা অংকনরত শিক্ষার্থীদের দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমাদের কলেজে চারুকলা বিভাগ নেই, কিন্তু আমাদের কলেজের শিক্ষার্থীদের সুন্দর মন রয়েছে। সেই সুন্দর মনে তারা অনেক সুন্দর ছবি অংকন করেছে। পুরো দেয়ালটাকে চমৎকারভাবে আলপনার মাধ্যমে ফুটিয়ে তুলেছ। আমি তাদের এই সৃষ্টিশীল কাজের সাধুবাদ জানাই।
নবীন এবং প্রবীণের মেলা বসবে আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে। যতই দিন ঘনিয়ে আসছে ততই শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। জমে উঠেছে কলেজ ক্যাম্পাস। বর্তমান শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগে যোগাযোগ করে আগামী ১৯ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। চাঁদপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবের জন্য।