• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

শেখ হাসিনার হাত ধরেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার সার্থক রূপ লাভ করুক

------------- মেয়র আবুল খায়ের পাটওয়ারী

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০২৩, ০৯:৪৩ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৯:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা পাক বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার স্বাদ পেলেও তার পূর্ণতা পায় ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারাটা জীবন এদেশের মানুষের মুক্তির জন্যে কাজ করে গেছেন। তাই আজো পুরো জাতির কাছে তাঁর জনপ্রিয়তা অদ্বিতীয়। আমাদের নতুন প্রজন্মকে তাই জাতির পিতার আদর্শ অনুসরণ করতে হবে। তাঁর জীবনী পাঠ করা ছাড়াও তাঁর রাজনৈতিক ও সামাজিক গুণাবলি সম্পর্কেও জানতে হবে। পাশাপাশি তাঁর স্বপ্নকে বাস্তবে রূপদানকারী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একজন মুজিব আদর্শের সৈনিক এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে আমি চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার সার্থক রূপ লাভ করুক।
আরো বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক রাধেশ্যাম কুরী, প্রভাষক ইফতেখার আলম মাসুম, আনিছুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও কালেজ ছাত্র শামীম শেখ।

সর্বাধিক পঠিত