• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে নানা আয়োজনে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০২৩, ০৯:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে পথশিশুদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে পুরানবাজার কলেজ চত্বরে গুণী ও জ্ঞানী ব্যক্তি এবং শিক্ষাবিদদের উপস্থিতিতে পথশিশুদের দিয়ে কেক কাটা হয়। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিশিষ্ট লেখক ও প্রবীণ সাংবাদিক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসানউল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, পুরানবাজার কলেজের শিক্ষক হাবিবুর রহমান পাটোয়ারী, নিউজ টুয়েন্টিফোরের চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকার, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম, কালের কণ্ঠের বিজ্ঞাপন প্রতিনিধি সেলিম রেজা, তারুণ্যের অগ্রদূত সংগঠনের সভাপতি ইমরান খান, সিনিয়র সহ-সভাপতি প্রীতি মজুমদার ও সাধারণ সম্পাদক ফাহিম আল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তারুণ্যের অগ্রদূতের প্রতিষ্ঠাতা ও পুরানবাজার কলেজের শিক্ষক ভিভিয়ান ঘোষ। এ সময় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান কালের কণ্ঠের চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রিত অতিথিরা বলেন, কালের কণ্ঠ এই দেশ, মাতৃভূমি ও স্বাধীনতার পক্ষে লেখনীর মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই পত্রিকাটি আগামীদিনে আরো সাহসী লেখনীর মধ্য দিয়ে এগিয়ে যাবে। সেই প্রত্যাশা করেন তারা। এরপর বিভিন্ন স্কুলে পড়ুয়া পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শুভসংঘ, চাঁদপুর শাখার আয়োজনে এই আয়োজনকে সহযোগিতা করে তারুণ্যের অগ্রদূত ও পুরানবাজার কলেজ কর্তৃপক্ষ।

 

সর্বাধিক পঠিত