মেট্রোরেল স্টেশনে দীপু মনির উচ্ছ্বাস
যানজটের নগরী ঢাকায় বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর মেট্রোরেলে চড়ে মাত্র ১৭ মিনিটে উত্তরা থেকে আগারগাঁওয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত এ উড়াল ট্রেনে প্রধানমন্ত্রীর ভ্রমণসঙ্গী ছিলেন দুই শতাধিক যাত্রী। এর মধ্যে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও সরকারের বিভিন্ন পদস্থ ব্যক্তি এবং নানা শ্রেণি-পেশার মানুষ ছিলেন।
এছাড়া প্রথম ট্রেনের নির্ধারিত যাত্রীদের মধ্যে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী, তিনজন উপমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ সদস্য, ঢাকা মহানগরের ১২টি আসনের সংসদ সদস্য, সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র।
এদের মধ্যে ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মেট্রোরেলের উদ্বোধনের পর নিজের ফেসবুক ওয়ালে নিজের তোলা কয়েকটি সেলফি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে দীপু মনি লিখেছেন, মেট্রোরেলে ওঠার জন্য প্রস্তুত!
পরে আরেকটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, উদ্বোধন হলো মেট্রোরেলের!!! অভিনন্দন, অভিবাদন, কৃতজ্ঞতা ও ভালোবাসা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা!!!
স্টেশন এলাকা ও রেলকোচে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে দীপু মনিকে। এ সময় মন্ত্রিপরিষদের অন্য সদস্যদেরও ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল নির্মাণকাজ চলছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায়।
শুরুতে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। আজ বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত করা যাবে। সূত্র : জাগো নিউজ।