• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা সহিদ উল্যাহর ইন্তেকাল

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০২২, ১০:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সহিদ উল্যাহ (৬৯) গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দুপুর দেড়টায় মরহুমের প্রথম জানাজা ঢাকার পিজি হাসপাতাল সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিকেলে তার লাশ কচুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আনলে হাজার হাজার নেতা-কর্মী মরহুমকে এক নজর দেখার জন্যে ভিড় জমায়। এ সময় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। বাদ মাগরিব কচুয়া ডাকবাংলো জামে মসজিদে দ্বিতীয় জানাজা ও বাদ এশা মরহুমের নিজ গ্রাম আশ্রাফপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর প্রমুখ।

 

সর্বাধিক পঠিত